¡Sorpréndeme!

West Bengal News: সেফ স্টোরেজ তৈরি করার জন্য শীঘ্রই বৈঠকে বসবে পুলিশ-প্রশাসন: ADG দক্ষিণবঙ্গ | ABP Ananda LIVE

2025-04-02 0 Dailymotion

ABP Ananda LIVE: দু'বছর আগে মে মাসে ঢোলাহাটের মতোই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল । পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল। ঝলসে মৃত্যু হয় ১১ জনের। ঘটনার, ১১ দিন পর হেলিকপ্টারে করে খাদিকুলে গিয়ে গ্রিন বাজির ক্লাস্টার তৈরির আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু দু বছর পরও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। তার মধ্যেই এবার পুলিশের গলায় শোনা গেল নতুন আশ্বাস। লোকালয়ে বাজি মজুত না করে সেফ স্টোরেজ তৈরি করার জন্য শীঘ্রই বৈঠকে বসবে পুলিশ-প্রশাসন, জানালেন  ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কিন্তু আদৌ এসবের বাস্তবায়ন হবে তো?